বরিশালে নিখোঁজ গৃহবধূর লাশ পাওয়া গেল মাছের ঘেরে
বরিশালের সদর উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর এক গৃহবধূর লাশ একটি মাছের ঘের থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রুবি আক্তার (৪৫)।
মঙ্গলবার দুপুরে উপজেলার কড়াপুর এলাকার ওই মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হন।
রুবি আক্তার ওই এলাকার বাবুল বেপারীর স্ত্রী। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বাবুল বেপারী প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় ইফতার শেষে স্থানীয় বৌশের হাটের একজন পল্লী চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন তাঁর স্ত্রী। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি। রাতে স্বজনেরা খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। আজ সকালে স্থানীয় লোকজন কড়াপুর এলাকার আজাদ মিয়ার মাছের ঘেরে তাঁর স্ত্রীর লাশ দেখতে পেয়ে তাঁদের খবর দেন।
তাঁদের কারও সঙ্গে শত্রুতা নেই বলে দাবি করেন বাবুল বেপারী। তিনি বলেন, কীভাবে তাঁর স্ত্রীর মৃত্যু হলো তা বুঝতে পারছেন না।
রায়পাশা-বড়াপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিন্টু প্রথম আলোকে বলেন, পরিবারটি খুব দরিদ্র। রাতে বের হওয়ার পর ওই নারী ঘরে ফেরেননি। সকালে এক ব্যক্তি গরু আনতে গিয়ে তাঁর লাশ ওই ঘেরে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, ওই গৃহবধূর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।