৮ দাবিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষার্থীদের তালা
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা দিয়ে কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। প্রথম সেমিস্টারের ফল প্রকাশে বিলম্বের কারণে আবাসিক হলে আসন বরাদ্দ না পেয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আজ রোববার সকালে তালা দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস পেলে কর্মসূচি প্রত্যাহার করেন তাঁরা।
শিক্ষার্থীরা জানান, ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার প্রায় ১১ মাস পর ফল প্রকাশিত হয়। এর মধ্যে হলে আসন বরাদ্দের সাক্ষাৎকারে নম্বরপত্র জমা দিতে না পারায় ওই শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থী আসন বরাদ্দ পাননি। পরে বিভাগ ও হল দপ্তরে সমাধান না পেয়ে রোববার বিভাগে তালা দিয়ে আট দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে বিভাগে তালা দেন শিক্ষার্থীরা।
আট দফা দাবিতে শিক্ষার্থীরা জানান, বিভাগকে হলের সিটের দায় নিয়ে সিটের ব্যবস্থা করতে হবে, বিভাগকে সেশনজটমুক্ত করতে হবে, সেমিস্টার পরীক্ষার তিন মাসের মধ্যে ফলাফল দিতে হবে, ইনকোর্স নম্বর সেমিস্টারের কমপক্ষে সাত দিন আগে প্রকাশ করতে হবে, রুটিন অনুযায়ী ক্লাস নিতে হবে, বিভাগকে মাদকমুক্ত করতে হবে, আগামী ১৫ দিনের মধ্যে সিলেবাস দেওয়া এবং নিয়মিত ক্লাস-পরীক্ষা হচ্ছে কি না, তদারক করতে হবে।
শিক্ষার্থী ইনজামুল হক বলেন, ‘ফলাফল বিলম্বের কারণে আমরা আমাদের ন্যায্য হলের আসন পাইনি। তিন দিন যাবৎ বিভাগ, হল দপ্তর, প্রশাসনিক ভবনে ঘুরেছি। কিন্তু কেউ আমাদের সমাধান দিচ্ছে না।’ আরেক শিক্ষার্থী নাইমুল ইসলাম বলেন, বিভাগের স্বেচ্ছাচারিতার কোনো জবাবদিহি নেই। সেশনজট, ফলাফল দিতে দেরি করা, বিভিন্ন বিষয়ে অবহেলা লেগেই আছে।
পরে ঘটনাস্থলে এসে কলা অনুষদের ডিন মোহাম্মদ ইমদাদুল হুদা, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান তুহিনুর রহমান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. সাইফুল ইসলাম, প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. আশরাফুল আলম অবস্থানরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে শ্রেণিকক্ষে ফেরান। পরে শিক্ষার্থীরা দাবিগুলো কলা অনুষদের ডিন বরাবর লিখিত আকারে জমা দেন।
এ বিষয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান তুহিনুর রহমান প্রথম আলোকে বলেন, বাইরের একজন পরীক্ষকের কাছ থেকে নম্বর পেতে বিলম্ব হওয়ার কারণে শিক্ষার্থীদের ফল প্রকাশে বিলম্ব হয়। তবে শিক্ষার্থীদের ছাত্রাবাসে আসন বরাদ্দের সময় সুপারিশ করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমলে নেয়নি। সকালে বিভাগে তালা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। সে সময় ডিনসহ অন্যরা এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা তালা খুলে দিলে বেলা ১১টার দিকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।