এমআইটি ও হেইলিবারি ভালুকার উদ্যোগে ময়মনসিংহে আন্তর্জাতিক সম্মেলন শুরু

আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে হেইলিবারি ভালুকা ও এমআইটির উদ্যোগে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এম এ ওয়াহেদ। মঙ্গলবার ভালুকার ধামশুর মল্লিকবাড়ি এলাকায়ছবি: প্রথম আলো

তরুণদের বিশ্বমানের নাগরিকে পরিণত করতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও হেইলিবারি ভালুকার উদ্যোগে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্য থেকে নির্বাচিত ১০০ শিক্ষার্থীকে নিয়ে ময়মনসিংহের ভালুকায় পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। চলবে ১৫ জুন পর্যন্ত।

আজ মঙ্গলবার ভালুকার ধামশুর মল্লিকবাড়ি এলাকায় হেইলিবারি ভালুকার স্থায়ী ক্যাম্পাসে ‘এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এম এ ওয়াহেদ, হেইলিবারি ভালুকার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাইমন ও’ গ্রেডি, এমআইটির চারজন শিক্ষক ও ছয়জন গ্র্যাজুয়েটসহ ময়মনসিংহের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কায়কোবাদ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ তরুণদের বিশ্বমানের নাগরিকে পরিণত করতে এমআইটির এই আন্তর্জাতিক সম্মেলন বড় ভূমিকা রাখবে।

হেইলিবারি ভালুকার সাইমন ও’ গ্রেডি জানান, এমআইটি ও হেইলিবারি ভালুকার এই যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের নতুন কিছু শিখতে ও অভিজ্ঞতা তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্য থেকে নির্বাচিত ১১ থেকে ১৪ বছর বয়সী ১০০ শিক্ষার্থী আন্ডার ওয়াটার রোবোটিকসসহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে জ্ঞানার্জন করতে পারবে।