ঢাকায় সিএনজিচালকদের সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
রাজধানী ঢাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধের প্রভাবে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম শনির আখড়া থেকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় পর্যন্ত যানজট বিস্তৃত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকেরা তাঁদের বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানজট ছড়িয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা পর্যন্ত। ঢাকাগামী লেনে যানজট ছড়িয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যে যাওয়া পরিবহনের যাত্রীরা।
ঢাকাগামী উৎসব পরিবহনের বাসচালক দিলদার মিয়া বলেন, ‘খবর পেয়েছি, শনির আখড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকেরা মহাসড়ক দখল করে বিক্ষোভ করছেন। এ কারণে রাজধানীর যানজট নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়েছে।’
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম প্রথম আলোকে বলেন, সিএনজিচালিত অটোরিকশাচালকেরা তাঁদের দাবিতে সকাল সাড়ে ৯টার দিকে শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় সড়ক অবরোধ করলে নারায়ণগঞ্জে যানজট দেখা দেয়। মহাসড়কে যানজটের চাপ কমে আসছে। ধীরগতিতে যানবাহন চলাচল করছে।