সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আজ রোববার তাঁদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানায় হাইওয়ে থানার পুলিশ।

এ ঘটনায় শান্তনু বিশ্বাস (৩০) নামের একজন আহত হন। তাঁর বাড়ি রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত অভিজিৎ দাস (৩১) ফটিকছড়ি উপজেলার রৌশাংগিরি গ্রাম ও শাহেদুল ইসলাম (৩০) বাঁশখালী উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা। তাঁরা তিনজন কদমরসুল এলাকায় একটি স্টিল মিলে চাকরি করতেন এবং চট্টগ্রাম নগরে ভাড়া বাসায় থাকতেন।
নি।

থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল রাত ১২টার দিকে শান্তনু বিশ্বাস, অভিজিৎ দাস ও শাহেদুল ইসলাম একটি মোটরসাইকেলে চট্টগ্রাম নগরে তাঁদের বাসার দিকে রওনা হন। কারখানা থেকে বের হয়ে কদমরসুল বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছানোর পর পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অভিজিৎ দাসের মৃত্যু হয়। আহত অবস্থায় শাহেদুল ইসলাম ও শান্তনু বিশ্বাসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহেদুল ইসলামের মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাতনামা গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করে