লক্ষ্মীপুরে চাঁদা দাবির অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

অটোরিকশাচালকের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে আদালতের নির্দেশে লক্ষ্মীপুরের রায়পুর থানায় এ মামলা করা হয়।

ওই আওয়ামী লীগ নেতার নাম মনির হোসেন মোল্লা। মনির লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।

এর আগে গত বৃহস্পতিবার চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলার আরজি জানান অটোরিকশা চালক রতন কবিরাজ। আরজিতে তিনি বলেন, তিনি রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের বাসিন্দা। ভূমিহীন হওয়ায় ২০১৬ সালে তিনি ও তাঁর স্ত্রী রিনা বেগমকে সরকার চরকাছিয়া মৌজায় ৬০ শতাংশ জমি বন্দোবস্ত দেয়। কিন্তু ওই জমি তাঁরা এখনো দখলে নিতে পারেননি। জমিটি আওয়ামী লীগ নেতা মনির মোল্লা জোরপূর্বক দখল করে রেখেছেন। জমির জন্য গেলে মনির তাকে প্রাণনাশের হুমকি দেন। গত ১৯ জুলাই রতনের ছেলে শরিফ হোসেন অটোরিকশা নিয়ে মোল্লারহাট বাজারে যান। এ সময় মনির ও তাঁর সহযোগী মহিন উদ্দিন গাজী তাঁর কাছ থেকে অটোরিকশাটি ছিনিয়ে নেন। পরে রতন ঘটনাস্থলে এলে তাঁকে আটক করে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন মনির। নিরুপায় হয়ে ৪০ হাজার টাকা দিয়ে তাদের হাত থেকে ছাড়া পান রতন।

তবে আওয়ামী লীগ নেতা মনির হোসেন মোল্লা বলেন, ‘রতন অটোরিকশাটি কেনার সময় আমার কাছ থেকে ১ লাখ টাকা ধার নিয়েছে। সে টাকা তিনি অনেক দিন ধরে দিচ্ছেন না। তাই অটোরিকশা আটকে রেখেছি, তা ছাড়া চাঁদা দাবি বা জমি দখলের অভিযোগ সত্য নয়। একটি চক্র রতনকে দিয়ে এসব অভিযোগ করিয়েছেন।’

রতনের অভিযোগের পর রায়পুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেলায়েত হোসেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়াকে (ওসি) মামলা নেওয়ার নির্দেশ দেন। ওসি বলেন, আদালত মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মনির হোসেন ও  তাঁর সহযোগী মহিন উদ্দিন গাজীকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে।