নারায়ণগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উৎসবে মেতেছে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জের দুই সহস্রাধিক কৃতী শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে সংবর্ধনা উৎসবে অংশ নিচ্ছে। আজ শুক্রবার নগরের শেখ রাসেল নগর পার্ক খেলার মাঠেছবি: দিনার মাহমুদ

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় নগরের জিমখানায় শেখ রাসেল নগর পার্ক খেলার মাঠে এ উৎসবের শুরু হয়।

এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তের নিবন্ধন করা শিক্ষার্থীরা সংবর্ধনাস্থলে আসতে শুরু করে। তাদের সঙ্গে অনেক অভিভাবকও আসেন। উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। সংবর্ধনা উৎসবে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে কৃতী দুই সহস্রাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে।

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তের নিবন্ধন করা শিক্ষার্থীরা সংবর্ধনাস্থলে আসতে শুরু করে
ছবি: প্রথম আলো

দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সনদ, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স ও ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস বক্স। অনুষ্ঠানে নৃত্য, সংগীত, মুকাভিনয়সহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা।

অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, রণদা প্রসাদ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাজমুল হাসানসহ সুধীজনেরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক।

সংবর্ধনা নিতে আসা শিক্ষার্থী তালহা জুবায়ের বলেন, ‘ভালো রেজাল্টের জন্য সংবর্ধিত হতে পেরে অনেক ভালো লাগছে। আমরা জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থী একত্র হয়ে আনন্দ করতে পারছি।’ শাহাদাৎ শান্ত বলেন, ‘আজ সারা দিন নেচেগেয়ে আনন্দ করব। আজ শুধু আমাদের আনন্দের দিন। খুব আনন্দ করছি। ভালো লাগছে।’

শিক্ষার্থীর সঙ্গে আসা অভিভাবক দিলারা বেগম বলেন, মেয়ে ভালো ফলের জন্য অনেক কষ্ট করেছে। ওর এই আনন্দের জন্য তিনি সঙ্গে এসেছেন। তাঁদের কাছেও খুব ভালো লেগেছে।