মোরেলগঞ্জে জ্বালানি তেল ও নিত্যপণ্যবোঝাই ট্রলারডুবি

বাগেরহাটের মোরেলগঞ্জে নোঙর করা অবস্থায় জ্বালানি তেল ও নিত্যপণ্যবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। আজ বুধবার সকালে মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজারের সন্ন্যাসী খালের মুখে এমভি বলেশ্বর নামের ট্রলারটি কাত হয়ে ডুবে যায়।

গত মঙ্গলবার রাতে খুলনার বড়বাজারসংলগ্ন ভৈরব নদের ঘাট থেকে জ্বালানি তেল ও নিত্যপণ্য নিয়ে ট্রলারটি ছেড়ে আসে। মোরেলগঞ্জের সন্ন্যাসী বাজার এবং পিরোজপুরের তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারের এসব মাল নামিয়ে দেওয়ার কথা ছিল।

ট্রলারের ম্যানেজার সাল্টু মাঝি বলেন, আজ সকাল ৯টার দিকে ট্রলারটি সন্ন্যাসী বাজারে পৌঁছানোর পর তাঁরা ট্রলার নোঙর করে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কিছুক্ষণের মধ্যেই ট্রলারটি একদিকে কাত হয়ে ডুবতে থাকে। মুহূর্তের মধ্যে ডুবে যাওয়া ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় পৌনে এক কোটি টাকার মুদিপণ্য পানিতে ভেসে যায়।

মোরেলগঞ্জের সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অনুপ কুমার বলেন, হঠাৎ ডুবে যাওয়ায় ট্রলারের বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় লোকজন দুপুরের পর ট্রলারটি উদ্ধার করেছেন।