বাবুবাজার সেতুর প্রবেশমুখে থেমে থেমে চলছে যান, মধ্যরাত থেকে পোস্তগোলা সেতুতে চলাচল বন্ধ

ঢাকার বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতুর দক্ষিণ প্রান্ত থেকে সেতুর প্রবেশমুখ এলাকার চিত্র। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকেছবি: প্রথম আলো

সড়কে সংস্কারকাজ চলমান থাকায় ঢাকার বুড়িগঙ্গা নদীর ওপর দ্বিতীয় (বাবুবাজার) সেতুর উত্তর প্রান্তের প্রবেশমুখ নয়াবাজার এলাকার থেমে থেমে যানবাহন চলাচল করছে। তবে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় যানবাহনের তেমন চাপ নেই। আজ বৃহস্পতিবার দুপুরে এমন পরিস্থিত দেখা যায়।

এদিকে বুড়িগঙ্গা প্রথম (পোস্তগোলা) সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সংস্কারকাজের জন্য আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে আবার পোস্তগোলা সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

আজ দুপুর ১২টার দিকে বাবুবাজার সেতুর উত্তর প্রান্ত নয়াবাজার এলাকায় গিয়ে দেখা যায়, সেতু দিয়ে ঢাকার প্রবেশমুখে যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে। সেতুসংলগ্ন নয়াবাজার এলাকার সড়কে ভারী যন্ত্র দিয়ে সংস্কারকাজ চালানো হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপসহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন বলেন, পোস্তগোলা সেতুতে সংস্কারকাজ চলছে। তবে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুতে সংস্কারকাজের জন্য আজ মধ্যরাত থেকে কাল শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পোস্তগোলা সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

নয়াবাজার এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পোস্তগোলা সেতুতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় নয়াবাজার এলাকায় যানবাহনের চাপ বেশি। এর মধ্যে আবার সেতুসংলগ্ন সড়কে চলছে সংস্কারকাজ। তাই যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তিনি আরও বলেন, সড়ক সংস্কারের কাজ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত করা উচিত ছিল।

যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশ কার্যালয়ের পরিদর্শক জাকির হোসেন।

ভাঙ্গা থেকে আসা ঢাকার গাবতলীগামী বসুমতী পরিবহনের চালক শরীফ হাওলাদার বলেন, বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু দিয়ে রাজধানীতে প্রবেশমুখে নয়াবাজার এলাকায় অনেক যানজটে পড়তে হয়েছে।

ফরিদপুরগামী ইলিশ পরিবহনের চালক সাত্তার মিয়া বলেন, তাঁতীবাজার থেকে নয়াবাজার এলাকায় সেতুর প্রবেশমুখে যানজটে পড়তে হয়েছে। এ এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা আরও বাড়ানো দরকার।