বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, দুই মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মাগুরার শালিখায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরও এক আরোহী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শালিখা উপজেলার শতখালী মাগুরা–যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হচ্ছেন মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের ছোনপুর গ্রামের আশরাফ বিশ্বাসের ছেলে সাজিদ বিশ্বাস (২২) ও একই ইউনিয়নের জাগলা গ্রামের তুষার শেখের ছেলে জিসান শেখ (১৬)।

সাজিদ মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সম্মান ও জিসান জাগলা হেলাল উদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনায় আহত হয়েছেন সদর উপজেলার তিতারখাঁপাড়ার আবদুর রহিম বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (২০)। তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, যশোরের বাঘারপাড়ায় একটি বিয়েবাড়ি থেকে একই মোটরসাইকেলে ফিরছিলেন ওই তিনজন। এ সময় মাগুরা থেকে যশোরের দিকে যাওয়া একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক সাজিদ বিশ্বাস। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরোহী জিসান শেখ।

নিহত জিসানের চাচা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পার্শ্ববর্তী যশোরের বাঘারপাড়া উপজেলায় প্রতিবেশী এক যুবকের বিয়েতে গিয়েছিলাম আমরা। আমাদের সঙ্গে থাকা মাইক্রোবাসটি আগেই চলে আসে। একটি মোটরসাইকেলে আমি ছিলাম, অন্যটিতে ওরা তিনজন আসছিল। শতখালী আসার পর দেখি ওরা পেছনে নেই। তখন ওদের মুঠোফোন নম্বরে ফোন করলে অন্য লোকে ধরে বলেন অ্যাকসিডেন্ট করেছে।’

রামনগর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, মরদেহ সুরতহাল শেষে রাতেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।