আর্জেন্টিনার বাঁচা-মরার দিনে কক্সবাজার সৈকতে মেসির চিত্রপ্রদর্শনী

কক্সবাজারে সাদা কাপড়ের ওপর আর্জেন্টিনা ফুটবল দলের প্রাণভোমরা লিওনেল মেসির বিশালাকৃতির ছবি এঁকেছেন শিল্পী তারিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শুরু থেকে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থন নিয়ে দ্বিধাবিভক্ত কক্সবাজারের ২৬ লাখ মানুষ। কাতার বিশ্বকাপের নকআউট পর্বে আজ শনিবার দিবাগত রাত একটায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচে নামছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। মাঠের খেলায় অস্ট্রেলিয়া জিতবে নাকি আর্জেন্টিনা এমন পাল্টাপাল্টি প্রশ্ন, টান টান উত্তেজনার মধ্যে আর্জেন্টিনা-ভক্তদের মনের জোর কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছেন একজন স্কুলশিক্ষক।

আজ বিকেলে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে হাতে আঁকা লিওনেল মেসির বিশাল একটি চিত্রকর্ম (ছবি) নিয়ে হাজির হন শিক্ষক তারিকুল ইসলাম। তিনি রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চারু ও কারুকলা বিষয়ের সহকারী শিক্ষক।

আরও পড়ুন

ফুটবলের জাদুকর মেসির বিশাল আকৃতির ছবি দেখে ঘটনাস্থলে ছুটে আসেন সৈকতে ঘুরতে আসা পর্যটকেরাও। মুহূর্তে সবাই মুঠোফোনে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যান। পরে কাপড়ে আঁকা বিশাল ছবিটি বালুতে বিছিয়ে রাখা হয়। সন্ধ্যা পর্যন্ত চলে মেসির ছবি নিয়ে স্কুলশিক্ষকের একক চিত্রপ্রদর্শনী।

মেসিকে নিয়ে এমন পাগলামোর কারণ জানতে চাইলে শিক্ষক তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কাতার বিশ্বকাপের নকআউট পর্বে আজ মধ্যরাতে আর্জেন্টিনার সঙ্গে অস্ট্রেলিয়ার বাঁচা-মরার লড়াই। যদিও আর্জেন্টিনা জিতবে। আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি আমার সবচেয়ে প্রিয়। ভালোবাসার নিদর্শনস্বরূপ তাই নিজের হাতে সাদা কাপড়ে অ্যাক্রিলিক রং দিয়ে মেসির সবচেয়ে বড় ছবিটা এঁকেছি। যার দৈর্ঘ্য ৩৪ ফিট ও প্রস্থ ২২ ফিট। আর্জেন্টিনা-ভক্তদের জন্য নিজের হাতে আঁকা মেসির ছবিটি প্রদর্শনের জন্য সৈকতে নিয়ে এসেছি। মেসির ছবি দেখে সবাই মুগ্ধ।’

সাদা কাপড়ের ওপর লিওনেল মেসির বিশালাকৃতির ছবি এঁকেছেন শিল্পী তারিকুল ইসলাম। শনিবার বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে
ছবি: সংগৃহীত

চিত্রশিল্পী তারিকুলের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়িতে। ছবি আঁকার হাতেখড়ি বড় ভাই তাজমিনুর রহমানের হাতে। রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চারু ও কারুকলা বিষয়ে শিক্ষকতার পাশাপাশি প্রিয়জনদের ছবি আঁকেন। দেশ-বিদেশে একাধিক চিত্রপ্রদর্শনীতে অংশ নিয়ে সম্মাননাও পেয়েছেন তিনি।

কক্সবাজার শহরের আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর সমন্বয়ক ও আওয়ামী লীগ নেতা এ বি ছিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘কক্সবাজার শহরে আর্জেন্টিনার সমর্থক অনেক বেশি। সম্প্রতি কয়েক হাজার সমর্থক নিয়ে আমরা প্রধান সড়কে শোভাযাত্রা করেছি। কাতার বিশ্বকাপের ট্রফি আমরা লিওনেল মেসির হাতে দেখতে চাই।’

আরও পড়ুন