চাচির দাফন শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় নারীর মৃত্যু, স্বামী ও মেয়ে আহত
পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামী ও শিশুসন্তান। আজ রোববার সকাল ১০টার দিকে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামের পাইকবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম নাজনীন আক্তার (৩৫)। দুর্ঘটনায় তাঁর স্বামী আলমগীর মোল্লা (৪২) ও মেয়ে রাফিয়া (৩) গুরুতর আহত হয়েছেন। তাঁদের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার পশ্চিম বুইচাকাঠি গ্রামে। আহত আলমগীর মোল্লাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাফিয়াকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহত নাজনীন আক্তারের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার নাজনীন আক্তারের বড় চাচি মনোয়ারা বেগম ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। আজ রোববার ভোরে তাঁকে গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার আলামকাঠি গ্রামে নিয়ে আসা হয়। চাচির মৃত্যুর খবর পেয়ে আজ রোববার ভোরে নাজনীন আক্তার স্বামী ও ছোট মেয়েকে নিয়ে বাড়ি থেকে চাচার বাড়িতে যান। সকাল আটটায় জানাজা শেষে মনোয়ারা বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন শেষে স্বামী আলমগীর মোল্লার মোটরসাইকেলে নাজনীন ও তাঁর ছোট মেয়ে রাফিয়া নাজিরপুর উপজেলার পশ্চিম বুইচাকাঠি গ্রামে তাঁদের বাড়িতে ফিরছিলেন। সকাল ১০টার দিকে পিরোজপুর নাজিরপুর-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামের পাইকবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে ‘আল্লাহর দান’ নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে নাজনীন আক্তার সড়কের ওপর পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন আলমগীর ও মেয়ে রাফিয়া।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. রমজান আলী বলেন, আলমগীর মোল্লা ও রাফিয়াকে হাসপাতালে আনার পর রাফিয়াকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর মোল্লাকে চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, ঘটনাস্থলে নাজনীন আক্তারের মৃত্যু হয়েছে। বাসটি আটক করা হয়েছে। বাসচালক ও তাঁর সহকারী ঘটনার পর থেকে পলাতক আছেন।