৭ জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত চবির কর্মকর্তা সমিতির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির নেতারা আজ সোমবার দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মকর্তাদের সংগঠন অফিসার সমিতি ৭ জানুয়ারি পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসানের পদত্যাগের দাবিতে সমিতির নেতারা আজ সোমবার দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তাঁরা উপাচার্য শিরীণ আখতারের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তাঁরা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

আজ সকাল সাড়ে আটটায় সমিতির নেতারা রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নেন। বেলা দুইটা পর্যন্ত তাঁরা সেখানে ছিলেন। পরে উপাচার্যের সঙ্গে বৈঠক করে সমিতির নেতারা বলেন, তাঁরা ৭ জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা আবার আন্দোলনে নামবেন।

গতকাল রোববার ছিল কর্মসূচির প্রথম দিন। এদিন সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সংগঠনের নেতারা রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন।

সমিতির নেতাদের অভিযোগ, মনিরুল হাসান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ব্যাপারে আন্তরিক নন। কর্মকর্তাদের বিভিন্ন দাবির বিষয়ে আলোচনা করতে গেলে তিনি সহযোগিতার মনোভাব দেখান না। নিয়ম অনুযায়ী, রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনকারী ব্যক্তি। কিন্তু মনিরুল হাসানের ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না। তাঁর বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ এনেছেন সমিতির নেতারা।

মনিরুল হাসান অবশ্য সমিতির নেতাদের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, শুরু থেকেই তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তিনি কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতার মনোভাব বজায় রেখে চলছেন।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ চেয়ে গত ১৮ ডিসেম্বর উপাচার্য শিরীণ আখতারকে চিঠি দিয়েছিলেন সমিতির নেতারা। সেদিন তাঁরা রেজিস্ট্রার নিয়োগের জন্য চার দিন সময় বেঁধে দিয়েছিলেন। না হলে ১ জানুয়ারি থেকে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তাঁরা। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কর্তৃপক্ষ দাবি না মানায় তাঁরা আন্দোলন শুরু করেন।

সমিতির সভাপতি রাশেদুল হায়দার প্রথম আলোকে বলেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে মনিরুল হাসানের পদত্যাগ চান।

সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান প্রথম আলোকে বলেন, তাঁরা চান, কর্মকর্তাদের মধ্যে থেকে কাউকে রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হোক।

চবির রেজিস্ট্রার পদে এখন পর্যন্ত ১৬ জন দায়িত্ব পালন করেছেন। তাঁদের মধ্যে ১৩ জনই ভারপ্রাপ্ত। সবশেষ আবদুর রশিদ এই পদে পূর্ণকালীন দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৫ সালের ফেব্রুয়ারিতে অবসরে যান। তার পর থেকে পদটি ভারপ্রাপ্ত দিয়ে চলছে।