মাদারীপুরে কুমার নদে গোসলে নেমে নিখোঁজ ভাই-বোন
মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের তরমুগরিয়া হাইক্কারমার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদের বিভিন্ন অংশে অভিযান চালাচ্ছে।
নিখোঁজ দুই শিশুর নাম মিরাজ মাতুব্বর (৭) ও কুলসুম আক্তার (১২)। তারা দুজন বরিশালের গৌরনদী উপজেলার লিটন মাতুব্বর ও মিনোয়ারা বেগমের সন্তান। দুজনই মাদারীপুর শহরের একটি নুরানি ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের তরমুগরিয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মিনোয়ারা বেগম দম্পতি। তিন মেয়ে ও এক ছেলে নিয়ে তাঁদের সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগ মাদ্রাসা থেকে এসে পাশের কুমার নদে গোসল করতে যায় ভাই-বোন। বেলা একটার দিকে গোসল করতে নেমে দুজন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দুই শিশুর সন্ধানে নদের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। বিকেল পাঁচটা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিশুদের মা মিনোয়ারা বেগম বলেন, ‘আমাকে না বলেই ওরা গোসলে গেছিল। আশপাশের লোকজন ওদের ডুবে যেতে দেখেছে। হায় আল্লাহ এ আমার কী হয়ে গেল।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন, ভাই-বোন নিখোঁজের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছেন। বিকেল পাঁচটা পর্যন্ত নিখোঁজ শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলছে।
এদিকে দুই শিশুর নিখোঁজের খবরে নদের দুই পাড়ে ভিড় করে উৎসুক জনতা। জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, দুই শিশুর নদে ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।