রংপুরে উত্ত্যক্ত করার অভিযোগ তুলে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

রংপুর জেলার মানচিত্র

রংপুরের পীরগঞ্জ উপজেলায় উত্ত্যক্ত করার অভিযোগ তুলে শরিফুল ইসলাম (২২) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পীরগঞ্জ পৌরসভার স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম গাইবান্ধার সাদুল্যাপুর থেকে বেড়াতে পীরগঞ্জে নানার বাড়িতে গিয়েছিলেন। পুলিশ ওই তরুণের লাশ উদ্ধার করে থানায় এনে রেখেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের রওশনপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২২)। বিকেলে বন্ধুদের সঙ্গে পীরগঞ্জ পৌরসভার স্লুইসগেট এলাকায় ঘুরতে যান শরিফুল। সেখানে আগে থেকেই গল্প করছিলেন দুজন ছেলেমেয়ে। পাশে আড্ডায় বসেন শরিফুলসহ চার বন্ধু।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ওই চার বন্ধুর মধ্যে একজন শিস দিলে পাশে গল্প করা ছেলেমেয়েরা এর প্রতিবাদ করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। তখন ওই দুজন ফোন করে তাঁদের বন্ধুদের ডেকে আনেন। তাঁরা সংঘবদ্ধ হয়ে শরিফুলকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে শরিফুল মাটিতে লুটিয়ে পড়লে তাঁরা তাঁকে পা দিয়ে লাথি মারতে থাকেন। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই শরিফুল নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। জানাজানির পর ওই থানায় যান শরিফুলের নানি-খালাসহ স্বজনেরা। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে।