বাড়িতে চলছিল জন্মদিনের আয়োজন, অদূরে পুকুরে ভাসছিল শিশুর লাশ
পরিবারে একমাত্র কন্যাসন্তান সিনহার খাতুন (৫)। তাঁর জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কাটা হবে কেক। তাই বাড়িতে চলছিল জন্মদিন উদ্যাপন ও রান্নার আয়োজন। এমন আনন্দঘন পরিবেশে সমবয়সীদের নিয়ে বাড়ির সামনের মাঠে খেলতে যায় সিনহা। তবে কিছুক্ষণ পরই খবর আসে পাশের পুকুরে ভাসছে শিশুটির নিথর দেহ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দীঘিরত্না গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় মাঠের পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনেরা।
সিনহা খাতুন একই গ্রামের সুজন মিয়া ও সুরাইয়া খাতুন দম্পতির একমাত্র কন্যা এবং একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান জানান, শিশু সিনহার খাতুনের আজ জন্মদিন ছিল। এ জন্য সিনহার মা সুরাইয়া খাতুন রাজধানী ঢাকার কর্মক্ষেত্র থেকে ছুটিতে গ্রামে আছেন। সেই সঙ্গে বাড়িতে উপস্থিত ছিল আত্মীয়স্বজনও। বাড়ির সবাই সিনহার জন্মদিন পালনের প্রস্তুতি ও খাবার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সকালে সিনহা খাতুন তার কয়েকজন সহপাঠীকে নিয়ে বাড়ির অদূরের একটি মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে দৌড় দিতে গিয়ে পাশের পুকুরে পানিতে পড়ে সে ডুবে যায়। এ সময় তার সহপাঠীরা দৌড়ে সিনহার বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল। তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির করে আইনি প্রক্রিয়ায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।