আজ সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, আশা জ্বালানি উপদেষ্টার
শিল্পমালিকেরা কারখানায় যে গ্যাস–সংকটের কথা বলে আসছেন, তার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘এরই মধ্যে বিদেশ থেকে এলএনজি দেশে পৌঁছেছে, কিন্তু সমুদ্রের উত্তাল পরিস্থিতির জন্য জাহাজ ল্যান্ড করতে পারছে না।’ আজ সন্ধ্যার মধ্যে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এ কথা বলেন।
সকাল সাড়ে ১০টার দিকে উপদেষ্টা ফাওজুল কবির খান টাওয়েল টেক্স লিমিটেড কারখানায় আসেন। এ সময় তিনি বলেন, ‘সব এলাকাতেই অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। অবৈধ সংযোগের জন্য যেসব তিতাসের কর্মকর্তার দায় রয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’ পাশাপাশি বড় পরিসরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালানো ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ফাওজুল কবির খান বলেন, ‘বিদেশ থেকে এলএনজি নিয়ে একটি জাহাজ এসে পৌঁছেছে, কিন্তু সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য সেটি ডকিং করা যায়নি। এখন সেটি ডকিং হচ্ছে। আশা করছি, বিকেলের মধ্যেই এর একটি সমাধান হবে।’ এ সময় তিনি টাওয়েল টেক্স লিমিটেড কারখানার মালিককে বলেন, ‘এখন আমি দেখেছি গ্যাসের কী অবস্থা। আমাকে সন্ধ্যায় আবার জানাবেন এর কোনো উন্নতি হলো কি না।’টাওয়েল টেক্স লিমিটেড পরিচালক শাহাদাত হোসেন বলেন, ‘চলতি মাসে কারখানায় গ্যাস–সংকট প্রকট হয়েছে। আমরা ২৪ ঘণ্টা গ্যাস চাচ্ছি না, কিন্তু অন্তত ৮ ঘণ্টা গ্যাস দরকার।’
এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের এমডি পারভেজ আহমেদ, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল আজিম প্রমুখ।
এর আগে আজ সকালে ঢাকার আশুলিয়ায় বিভিন্ন শিল্পকারখানার বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন উপদেষ্টা ফাওজুল কবির খান। একপর্যায়ে সকাল ৯টার দিকে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ১–এর কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, আরও দুই-এক দিন আগেই সমস্যার সমাধান করা সম্ভব হতো। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় জাহাজ থেকে গ্যাস মূল সঞ্চালন লাইনে পাঠানো সম্ভব হয়নি। এখন সেই সমস্যার সমাধান হয়েছে। আজ থেকেই গ্যাস সরবরাহ বাড়বে। ইতিমধ্যে ৫০ এমএমসিএফডি সরবরাহ বেড়েছে, আরও ১০০ থেকে ১৫০ এমএমসিএফডি বাড়বে।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের চলমান দাবি ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আগামীকালই একটি সভা হবে। পল্লী বিদ্যুৎ ও আরইবির সম্পর্ক কী হবে, তা নিয়ে আলোচনা হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আগামীকাল চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবে। ওই প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর আমরা ব্যবস্থা নেব।’
ফাওজুল কবির খান আরও বলেন, ‘বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং এগুলো দ্রুত সমাধান করা হবে। মিছিল-মিটিং করে কোনো লাভ নেই। এগুলো করলে শুধু ক্ষতিই হয়। আগেও প্রায় ২৬ থেকে ২৭টি স্থানে আন্দোলনকারীরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল। তারা ভেবেছিল, এতে ভালো হবে। কিন্তু এটি ছিল নাশকতামূলক কাজ। এ কারণে সরকার বাধ্য হয়েছে কিছু ব্যবস্থা নিতে।’