এক যুগ আগে নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান চেয়ে মানববন্ধন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের মানববন্ধনছবি: প্রথম আলো

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল মুকাদ্দাসের সন্ধান চেয়ে মানববন্ধন করেছেন দুই বিভাগের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে তাঁরা মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের গাড়িতে করে ক্যাম্পাসে ফিরছিলেন ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাস। পথে আশুলিয়ার নবীনগর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁদের আটক করা হয়। পরে আটকের বিষয়টি অস্বীকার করে পুলিশ। এর পর থেকে তাঁরা নিখোঁজ। ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাঁদের গুম করা হয়েছিল বলে দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।

তাঁদের সন্ধান চেয়ে বিভিন্ন সময়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার একই দাবিতে ক্যাম্পাসে আবার তাঁরা মানববন্ধন করেন। শিক্ষার্থীরা জানান, বড় ভাইদের ফিরে পেতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। ফ্যাসিস্ট সরকার চলে গেলেও তাঁরা তাঁদের ভাইদের ফিরে পাননি। কেউ কেউ ফিরেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীরা এখনো অজানা। যদি তাঁরা জীবিত না থাকেন, তাহলে তাঁদের লাশের সন্ধান চান।