বিএসএফের গুলিতে কিশোর নিহতের প্রতিবাদে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক কিশোর নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন এলাকা থেকে মিছিল বের করেন তাঁরা। মিছিলটি শহীদ মিনার এলাকা ঘুরে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
গতকাল রোববার গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহ (১৫) নিহত হয়। এ ঘটনায় মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলী নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী নূর-এ তামিমের সঞ্চালনায় বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোভাবেই সম্প্রীতির সম্পর্ক নয়। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এই সম্বন্ধটি অসম্মানজনক সম্পর্ক। ভারত যুক্তিসংগত পানি হিস্যা চুক্তি না মেনে আমাদের প্রয়োজনীয় সময়ে তিস্তা ও ফারাক্কা বাঁধ থেকে শুরু করে সব কটি বাঁধের পানি বন্ধ করে দিয়ে ফসলের ক্ষতি করে; আবার অসময়ে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে দেয়। আবার তারা সীমান্তে মানুষকে নির্মমভাবে হত্যা করে। গত দুই সপ্তাহে দুজনকে হত্যা করেছে। গত সপ্তাহে স্বর্ণা দাস আর এখন জয়ন্ত কুমার।’