জীবননগরে প্রণোদনার ১২২ বস্তা জৈবসার পাচারকালে জব্দ

চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাচারের সময় ১২২ বস্তা জৈব সারসহ একটি পাওয়ার টিলার আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের গুদাম থেকে জৈব সার উথলীতে নেওয়ার পথে জীবননগর পৌর এলাকার লক্ষ্মীপুর থেকে পাওয়ার টিলারটি আটক করা হয়।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রণোদনা হিসেবে কৃষকদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য এসব সার ইউনিয়ন পরিষদের গুদামে মজুত ছিল। সেখান থেকে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় আটকের ঘটনা ঘটে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন মিয়া প্রথম আলোকে বলেন, জৈব সারভর্তি পাওয়ার টিলারটি আটকের পর থানা চত্বরে রাখা হয়েছে। পাওয়ার টিলারের চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন পাওয়ার টিলারভর্তি জৈব সার আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক সার নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। রহস্য উদ্‌ঘাটনে তদন্ত কমিটি গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।