সাতক্ষীরার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

আহত শেখ আলমগীর হোসেনকে হাসপাতালে নেওয়া হয়েছেছবি: প্রথম আলো

সাতক্ষীরার লক্ষ্মীদাঁড়ি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শেখ আলমগীর হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে সীমান্তের বিজিবির পোস্টের কাছে এ ঘটনা ঘটে।

আহত আলমগীরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাঁড়ি গ্রামের বাসিন্দা শেখ সাঈদ হোসেনের ছেলে।

আলমগীর হোসেন বলেন, সীমান্তের শূন্যরেখা বরাবর কুমড়োর খালের পাশে তাঁর একটি মাছের ঘের রয়েছে। বৃষ্টিতে ঘেরটি তলিয়ে গেছে। তিনি আজ ভোরে জাল দিয়ে ঘেরটি ঘিরতে যান। তখন ভারতের উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁর দিকে গুলি ছোড়েন। ছররা গুলি তাঁর মুখ, মাথা ও চোখের ভুরুতে লাগে।

তবে আলমগীর হোসেনের ভাষ্য নাকচ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সম্পর্কে বিজিবির ভোমরা ক্যাম্পের সুবেদার মো. জহিরউদ্দিন বলেন, নিজেদের সোর্স থেকে জানতে পরেছেন আলমগীর গত ৩০ জুলাই অবৈধভাবে ভারতের বসিরহাট মহকুমায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। আজ ভোরে ফেরার সময় ভারতীয় ভূখণ্ডে ঘোজাডাঙা এলাকায় বিএসএফ গুলি ছোড়ে।  

আলমগীরের ভাগনে বেলাল হোসেন বলেন, মামা ফোন করে জানান, তাঁর গায়ে গুলি লেগেছে। পরে ভোমরা বাজারে তাঁর সঙ্গে দেখা হলে দেখি মুখে ছররা গুলির চিহ্ন। স্থানীয় একজন মোটরসাইকেল চালক আবু হোসেন জানান, সকালে জাহাঙ্গীর মার্কেট এলাকা থেকে আলমগীরকে হাসপাতালে নিয়ে যান তিনি।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ বি এম আক্তার মারুফ বলেন, আলমগীরকে সকাল ৮টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। তাঁর মুখমণ্ডল ও মাথায় ছররা গুলির চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।