ডান্ডাবেড়ি পরিয়ে মায়ের জানাজায় নেওয়া আলী আজমের নেতৃত্বে কালিয়াকৈরে পদযাত্রা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালিয়া এলাকায় গতকাল বিএনপির মিছিল। আলী আজম (বাঁ থেকে ৫ নম্বরে)
ছবি: প্রথম আলো

হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে মায়ের জানাজায় অংশ নেওয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সেই নেতা আলী আজম নিজ এলাকায় দলীয় পদযাত্রা কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন।

আজ শনিবার সকালে উপজেলার বোয়ালী ইউনিয়নের বোয়ালী গ্রামের পদযাত্রায় নেতৃত্ব দেন তিনি। আলী আজম বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি।

বিএনপির স্থানীয় একাধিক নেতা জানিয়েছেন, বোয়ালী ইউনিয়নের পৃথক ২টি এলাকায় ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বোয়ালী ইউনিয়নের বোয়ালী গ্রামে পদযাত্রায় নেতৃত্ব দেন আলী আজম।

আরও পড়ুন

এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী ছাইয়েদুল আলম, ওরফে বাবুল উপস্থিত ছিলেন। এ ছাড়া পাবরিয়াচালা গ্রামের পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আ ন ম খলিলুর রহমান ওরফে ইব্রাহিম।

আলী আজম প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকার ইচ্ছেমতো গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করছে। এতে সাধারণ মানুষ সীমাহীন কষ্টে জীবন যাপন করছে। এসবের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁর এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। এতে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী ছাইয়েদুল আলম বলেন, এই সরকার মানুষ আর চায় না। আন্দোলনের মাধ্যমে তাদের বিতাড়িত করা হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

বোয়ালী ইউনিয়ন বিএনপির নেতারা বলেন, বোয়ালী গ্রাম থেকে পদযাত্রা নিয়ে মৌচাক-ফুলবাড়িয়া সড়কের চা-বাগানবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে করা হয়। এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী সাইয়্যেদুল আলম, আলী আজম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

পাবরিয়াচালা গ্রামে অনুষ্ঠিত পদযাত্রাটি কালিয়াকৈর-বোয়ালীর নলুয়াবাজার থেকে পিপড়াছিট তিন রাস্তা, চাটাপুকুরপাড়, বোয়ালী বাজার, রঘুনাথপুর বাজার ও সোনাতলা হয়ে চা-বাগান এলাকায় গিয়ে শেষ হয়।

এ ছাড়া গাজীপুর জেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলামের উদ্যোগে উপজেলার মৌচাক বাজার এলাকায় একটি পদযাত্রা বের করে। পদযাত্রা নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাজার এলাকায় যান বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।