শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্ৰামে নাইস ফেব্রিক্স প্রসেসিং-২ কারখানায় অগ্নিকাণ্ড। শনিবার রাত ১১টার দিকে তোলা
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামে নাইস ফেব্রিকস প্রসেসিং-২ নামের পোশাক তৈরির একটি কারখানায় শনিবার রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দা ও কারখানার কয়েকজন কর্মী বলেন, ওই কারখানা নোমান গ্রুপের একটি প্রতিষ্ঠান। রাত ১১টার দিকে ওই কারখানার ডাইং সেকশনের একটি অংশে হঠাৎ আগুন লাগে। কারখানা অনেক আগে ছুটি হয়ে যাওয়ায় ভেতরে অল্প কয়েকজন লোক ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে সবাই বের হয়ে আসেন। দ্রুত কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত সোয়া ১১টার দিকে তা নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

নোমান গ্রুপের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আগুন লাগার অল্প সময়ের মধ্যেই তা নিজেদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। আগুনের ভয়াবহতা কম থাকায় তা অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে।