বন্যার পর রাস্তাঘাট মেরামতে জোর দেওয়া হচ্ছে

চট্টগ্রামে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন অন্তবর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ সকালে সার্কিট হাউসেজুয়েল শীল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘বন্যা–পরবর্তী সময়ে গ্রাম থেকে শহরে যোগাযোগ রক্ষা করাই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামের একটি ডিম, মুরগি বা শাকসবজি তখনই শহরে আসতে পারবে, যখন রাস্তাঘাট ঠিক থাকবে। রাস্তাঘাট মেরামতের ওপরে বেশি জোর দিচ্ছি।’

আজ রোববার সকালে সার্কিট হাউজে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বন্যা–পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করাও আহ্বান জানান তিনি।

উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, স্থানীয় সরকার, সিটি করপোরেশন, ওয়াসা, পল্লী উন্নয়ন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগসহ সব দপ্তর জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে যদি সমন্বিত উদ্যোগ না থাকে, তাহলে এগুলো সম্ভব হয় না। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ, বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা ও জেলা প্রশাসক ফরিদা খানম।

উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন সাংবাদিকদের বলেন, ‘বন্যা হয়ে গেছে। সেটা নিয়ে আর আক্ষেপ-আহাজারি না করে ভবিষ্যতে এ বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। রাস্তাঘাট সংস্কার, বাজেটের স্বল্পতা, বন্যা–পরবর্তী পরিস্থিতি, মানুষের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। রাস্তা যেগুলো বেশি ক্ষতি হয়েছে, সেগুলো তাড়াতাড়ি সংস্কার করতে হবে।’