শ্রীপুরে আচরণবিধি ভাঙায় প্রতিমন্ত্রীর ভাইকে ‘শোকজ’

নির্বাচন কমিশন
ফাইল ছবি

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের শ্রীপুরে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানকে (দুর্জয়) কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা প্রথম আলোকে বলেন, ২২ এপ্রিল জামিল হাসানকে নোটিশটি পাঠানো হয়। তবে কী কারণে এমন সিদ্ধান্ত কিংবা কত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে, এ তথ্য দেননি তিনি।

নোটিশের তথ্য অনুযায়ী, ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সে দিন বিপুলসংখ্যক নেতা–কর্মী নিয়ে জামিল হাসান উপজেলা পরিষদ চত্বরের বাইরে এবং ভেতরে শোভাযাত্রা ও মিছিল করেন। এ সময় সেখানে নেতা–কর্মীরা স্লোগান দিয়েছেন। এগুলো নির্বাচনী আচরণবিধি পরিপন্থী। পরে বিধি ভঙ্গের দায়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। নোটিশ জারির ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা প্রথম আলোকে বলেন, আচরণবিধি ভঙ্গের কারণে ওই প্রার্থীকে শোকজ করা হয়েছে। সব প্রার্থীকেই নির্বাচন আচরণবিধি মানতে হবে।