কুমিল্লায় নারী-পুরুষকে বিবস্ত্র করে নির্যাতন, অপরাধীদের খুঁজছে পুলিশ

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দুজন নারী-পুরুষকে নির্যাতন করে বিবস্ত্র করার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের ঘটনায় চার-পাঁচজন যুবক জড়িত ছিলেন। তবে তাঁদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

দাউদকান্দি মডেল থানার পুলিশের ধারণা, ভিডিও চিত্রটি ২০২২ সালের এপ্রিল বা মে মাসের। উপজেলার গৌরীপুর বাজারের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। টাকা আদায় করতে দুষ্কৃতকারীরা জোরপূর্বক এই ঘটনা ঘটিয়েছেন। ভিডিওতে থাকা ওই নারী-পুরুষ সম্পর্কেও পুলিশ তেমন কোনো তথ্য পায়নি।

ভিডিওতে দেখা গেছে, একটি কক্ষে দুজন নারী-পুরুষকে আটকে রেখে চার-পাঁচজন যুবক জোরপূর্বক বিবস্ত্র করার চেষ্টা করছেন। ওই নারীর চুল ধরে টানাটানিসহ নানাভাবে নির্যাতন করছিলেন তাঁরা। ওই নারীকে বলতে শোনা যায়, ‘ভাই, যেভাবেই হোক, টাকা ব্যবস্থা কইরা দিমু। আমাদের ছাইড়া দেন।’ কিন্তু এসব কথায় কর্ণপাত করেননি নির্যাতনকারীরা।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ আজ শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি পুলিশের নজরে এসেছে। পুলিশ  খতিয়ে দেখছে। যে পক্ষ এমন ভিডিও ধারণ করেছে, আর যারা সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, উভয় পক্ষকেই খুঁজছে পুলিশ। শনাক্ত করে উভয় পক্ষের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।