নড়াইলে হামলায় জড়িতদের শাস্তি দাবিতে বরিশালে বিক্ষোভ

নড়াইলে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বাসদ। শনিবার বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে
ছবি: প্রথম আলো

নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একই কর্মসূচিতে বান্দরবানের লামায় রংধজন ত্রিপুরার ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি করা হয়।

আজ শনিবার বেলা পাঁচটার দিকে নগরের সদর রোডে অশ্বিনীকুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ।

সমাবেশে বজলুর রশীদ বলেন, নড়াইলে ধর্ম অবমাননার অজুহাতে সাহাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনায় জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।

এ ঘটনার নিন্দা জানিয়ে বজলুর রশীদ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করছি। সব ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু প্রশাসনের উদাসীনতায় এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।’

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্যসচিব মনীষা চক্রবর্তী। তিনি বলেন, সারা দেশে অব্যাহতভাবে বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন, ভূমি দখলের ঘটনা ঘটলেও সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং নানাভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে সরকারদলীয় লোকেরাই এসব সাম্প্রদায়িকতার সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়। এর ফলেই একের পর এক হামলা নির্যাতনের ঘটনা ঘটছে।

সমাবেশে আরও বক্তব্য দেন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল মহানগর শাখার সদস্য অদিতি ইসলাম। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা জেলা শাখার সংগঠক শফিকুল ইসলাম।

সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাম প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।