বঙ্গবন্ধু সাফারি পার্কে আরেকটি বাঘ দেড় মাস ধরে অসুস্থ

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে চিকিৎসাধীন স্ত্রী বাঘ। আজ মঙ্গলবার দুপুরে পার্কের বন্য প্রাণী চিকিৎসাকেন্দ্রের নিবিড় পরিচর্যা কেন্দ্রে
ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি বাঘ প্রায় দেড় মাস ধরে গুরুতর অসুস্থ। বন্য প্রাণী চিকিৎসাকেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে রেখে সেটির চিকিৎসা চলছে।

আজ মঙ্গলবার দুপুরে বাঘটির অসুস্থতার খবর প্রথম আলোকে নিশ্চিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। এর আগে গত বছরের জানুয়ারিতে সাফারি পার্কে একটি বাঘের মৃত্যু হয়েছিল।

সাফারি পার্ক সূত্র জানায়, পার্ক প্রতিষ্ঠার শুরুর দিকে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল বেশ কয়েকটি বাঘ। এগুলোর মধ্যে একটি স্ত্রী বাঘ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছে। গত ৬ ফেব্রুয়ারি থেকে বাঘটি গুরুতর অসুস্থ হয়ে যায়। ধীরে ধীরে বাঘটি খাবার গ্রহণ কমিয়ে দেয়। এরপর ১৩ ফেব্রুয়ারি থেকে বাঘটি খাবার গ্রহণ পুরোপুরি বন্ধ করে দেয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এর চিকিৎসা শুরু করা হয়। পরবর্তী সময়ে ২৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বাঘটি অল্প অল্প খাবার খাওয়া শুরু করে। কিন্তু ৭ মার্চ থেকে আবারও খাবার খাওয়া বন্ধ করে দেয়। বর্তমানে এটি কোনো খাবার খাচ্ছে না।

আরও পড়ুন

পার্ক সূত্র জানায়, রাজধানীর কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের সাবেক প্রধান ভেটেরিনারি কর্মকর্তা এ বি এম শহীদুল্লাহ সরেজমিন অসুস্থ বাঘটিকে পর্যবেক্ষণ করেন। তাঁর তত্ত্বাবধানে বাঘের চিকিৎসা চলছে।

মঙ্গলবার সাফারি পার্কে গিয়ে দেখা যায়, বন্য প্রাণী চিকিৎসাকেন্দ্রের ভেতরে একটি কক্ষে বাঘটি মেঝেতে শুয়ে আছে। সারা শরীর শুকিয়ে গেছে। চোখগুলো প্রায় বেশির ভাগ সময় বন্ধ রাখছে সে। পুরো মাথা দুই পায়ের দিকে ঝুঁকে আছে। বাঘটির শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সেখানকার বন্য প্রাণী চিকিৎসক মো. মুস্তাফিজুর রহমান।

সাফারি পার্কের বন্য প্রাণী পরিদর্শক মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, বিশেষজ্ঞ বন্য প্রাণী চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেছেন বাঘটি ট্রিপোনোসোমিয়াসিস, লিভারের রোগ ও যক্ষ্মা রোগে আক্রান্ত। বর্তমানে এটি কোনো খাবার খাচ্ছে না। তিনি বলেন, বাঘগুলো ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে কিনে আনা হয়েছিল। বর্তমানে সাফারি পার্কে মোট ৯টি বেঙ্গল টাইগার আছে। এগুলোর মধ্যে ছয়টি স্ত্রী ও তিনটি পুরুষ। এগুলোর মধ্যে বিরল প্রজাতির একটি সাদা রঙের বেঙ্গল টাইগার আছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, অসুস্থ বাঘটির রক্তের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগে পরীক্ষা করা হয়েছে। গুরুত্ব দিয়ে এর চিকিৎসা চলছে। চিকিৎসাধীন অবস্থায় বাঘটির স্বাস্থ্যের অবস্থা ক্রমান্বয়ে সংকটাপন্ন হচ্ছে। তাঁরা বিশেষজ্ঞ চিকিৎসক দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে চিকিৎসা দিচ্ছেন।