আগুন দগ্ধ কাপ্তাইয়ের ইউপি সচিব মারা গেছেন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ ইউনিয়ন পরিষদ সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা (৫১) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিব। তাঁর বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ডাক্তারপাড়া এলাকায়। তবে তিনি রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহত ব্যক্তির স্বজন সুপ্রিয় তঞ্চঙ্গ্যা জানান, ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রামের বাড়ি রাজস্থলী নেওয়া হবে।
গত ২৬ আগস্ট ভাড়া বাসায় অগ্নিকাণ্ডের সময় ইন্দ্রলাল তাঁর স্ত্রী ও সন্তান নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আগুনে দগ্ধ হন। পরে তাঁদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইন্দ্রলালের স্ত্রী বনলতা তঞ্চঙ্গ্যা ও মেয়ে জিনিয়া তঞ্চঙ্গ্যা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।