খাগড়াছড়িতে সেতুর পাটাতন দেবে দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ

অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাক দেবে গিয়ে খাগড়াছড়ির দীঘিনালার লংগদু সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। ছবি আজ সকালে দীঘিনালার চৌমুহনী এলাকা থেকে তোলাপ্রথম আলো

অতিরিক্ত কাঠবোঝাই ট্রাক আটকে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে খাগড়াছড়ির দীঘিনালার চৌমুহনী এলাকায় একটি বেইলি সেতুর পাটাতন দেবে গেছে। এতে দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে বোয়ালখালী ছড়ার ওপর স্থাপিত ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে অতিরিক্ত কাঠবোঝাই একটি ট্রাক পার হতে গেলে সেতুর পাটাতন দেবে যায়। এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, যান চলাচল দ্রুত স্বাভাবিক করার জন্য কাঠবোঝাই ট্রাক থেকে কাঠ নামানোর কাজ শুরু হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

বিকল্প পথে মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করতে পারলেও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গাড়িতে অতিরিক্ত কাঠ বোঝাই করার কারণে বেইলি সেতুর পাটাতন দেবে গেছে। ট্রাকটি সেতু থেকে সরানোর চেষ্টা চলছে। আশা করি, বিকেলের মধ্যে সড়কের যান চলাচল স্বাভাবিক হবে।’