লোকালয়ে বিপন্ন লজ্জাবতী বানর, কাপ্তাই উদ্যানে অবমুক্ত

রাঙামাটি শহরের ভেদভেদী আনসার ক্যাম্প এলাকা থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে বানরটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। পরে রাত সাড়ে ১০টার দিকে রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এটি অবমুক্ত করা হয়।

জানতে চাইলে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা লোকালয়ে আসা বানরটি উদ্ধার করে কাপ্তাই রেঞ্জে হস্তান্তর করেন। রাতে কাপ্তাই জাতীয় উদ্যানের গহিন অরণ্যে বানরটি অবমুক্ত করা হয়। লজ্জাবতী বানর সাধারণত দিনের বেলায় চোখে দেখে না। তারা রাতেই চলাফেরা ও খাবার সংগ্রহ করে। এ কারণে রাতের বেলায় বানরটি অবমুক্ত করা হয়।