৩৮ বছর শিক্ষকতার পর বিকাশ চন্দ্র মন্ডলের অশ্রুসিক্ত অবসর
নিজে কাঁদলেন, সবাইকে কাঁদালেন। দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা পেশা থেকে অবসর নিলেন কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল। তাঁর এ বিদায়ের সময় বিদ্যালয়ে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
আজ শনিবার সকাল ১০টায় ওই বিদ্যালয়ের হলরুমে বিকাশ চন্দ্র মন্ডলকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক ছাত্র কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ও চিকিৎসক সুজিত কুমার বৈদ্য এবং বিদায়ী প্রধান শিক্ষকের ছেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় রাপ্পা।
অনুষ্ঠানে বক্তব্য দেন কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল, মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জৌতিরশ্বর ঢালী, কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দেবী রঞ্জন মন্ডল, শিক্ষক মুজিবর রহমান, শিক্ষক শহীদ সরোয়ার প্রমুখ।