নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক, চালক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই বাড়ির সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ট্রাকটির চালক মারা গেছেন।

নিহত ট্রাকচালকের নাম সোহেল রানা (৩৫)। তিনি আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। দুর্ঘটনায় আহত ট্রাকচালকের সহকারীসহ দুজন ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তবে আজ শুক্রবার সকালে এ খবর লেখা পর্যন্ত আহত ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী বলেন, রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গাগামী দ্রুতগতির একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রোয়াকুলি গ্রামের মখলেছুর রহমানের বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে রান্নাঘর ও শৌচাগার ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর বাড়ির মালিক খবর দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রাকের ভেতরে আটকে থাকা চালক সোহেল রানাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় ট্রাকে থাকা দুজন আহত অবস্থায় পালিয়ে গেলেও তাঁদের নাম-ঠিকানা জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিনা আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই ট্রাকচালকের মৃত্যু হয়েছে।