স্বতন্ত্র প্রার্থীর প্রচারকাজে সহায়তা করায় ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাট

পটুয়াখালীর গলাচিপা উপজেলার শরীফ বাড়ী ব্রিজ বাজারে এক ব্যবসায়ীর দোকানে গতকাল রাতে আওয়ামী লীগের মিছিল থেকে হামলা চালানো হয়
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় দুর্বৃত্তরা একটি গবাদিপশুর খাবারের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অভিযোগ, তাঁর দোকানে মাইক ও সাউন্ড বক্স রেখে স্বতন্ত্র প্রার্থীর লোকজন প্রচারণা চালাতেন। এ কারণে নৌকা প্রতীকের লোকজন তাঁর দোকানে হামলা করেছেন।

গতকাল সোমবার রাতে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের গলাচিপা উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া শরীফবাড়ি ব্রিজ বাজারের ব্যবসায়ী সাব্বির সরদারের দোকানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা বলেন, এই আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম শাহজাদা। তিনি বর্তমানে এ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আবুল হোসেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক প্রধান, তাঁর প্রতীক ঈগল। শরীফবাড়ি ব্রিজ বাজারের ব্যবসায়ী সাব্বির সরদারের দোকানে ঈগলের সমর্থকেরা মাইক রেখে প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এতে করে নৌকার সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে কয়েক দিন আগে বাজারে এসে ব্যবসায়ীদের নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থীর পক্ষে সহযোগিতা না করার আহ্বান জানান।

গতকাল রাত ৯টার দিকে নৌকার কর্মী-সমর্থকেরা বাজারে মিছিল করেন এবং একপর্যায়ে তাঁরা ধারালো অস্ত্র নিয়ে সাব্বির সরদারের দোকানে হামলা চালান এবং কুপিয়ে দোকানটি ক্ষতবিক্ষত করেন ও মালামাল লুট করেন। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাশেই কলাগাছিয়া তদন্ত কেন্দ্র থেকে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তবে এর মধ্যেই হামলাকারীরা পালিয়ে যান।

ব্যবসায়ী সাব্বির জানান, দীর্ঘদিন ধরে বাজারে দোকান নিয়ে হাঁস-মুরগি, গবাদিপশুর খাবার বিক্রি করছেন। বাজারে তাঁর দোকানটি বড় হওয়ায় ঈগল প্রতীকের লোকজন প্রচারণার জন্য সাউন্ড বক্স ও মাইক তাঁর দোকানে রেখে প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। তিনি রাজনীতি করেন না, একজন সাধারণ ব্যবসায়ী। শুধু প্রচারণার মাইক ও সাউন্ড বক্স রাখতে সহযোগিতা করায় এভাবে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। হামলাকারীরা তাঁর দোকানের ক্যাশ বাক্স ভেঙে ৬৫ হাজার টাকাও নিয়ে গেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে বলেন, বিষয়টি তাঁরা জেনেছেন। নির্দেশনা রয়েছে, নির্বাচন অবাধ, সুন্দর ও শান্তিপূর্ণ হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না। এ  বিষয়ে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি তাঁরাও তদন্ত করে দেখছেন।