মাহিয়া মাহির স্বামীর গাড়ির শোরুমে হামলা-ভাঙচুর

মাহিয়া মাহি
ছবি: প্রথম আলো

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

রকিব সরকার গাজীপুরের ব্যবসায়ী। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য। রকিব ও মাহিয়া দম্পতি পবিত্র ওমরা পালনের জন্য বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। আগামীকাল শনিবার তাঁদের দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন রকিব সরকার।

আরও পড়ুন

এ ঘটনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি তাঁর ফেসবুক লাইভে এসে বলেন, আজ ভোর ৫টার দিকে একদল দুর্বৃত্ত গাজীপুর নগরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তাঁর একটি গাড়ির শোরুমে হামলা চালিয়েছে। হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তাঁর শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাব, দরজা-জানালার কাচ, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ডও খুলে নিয়েছে। দুর্বৃত্তরা তাঁর অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে রকিব সরকারের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ করেছেন মাহি।

গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের চিত্র
ছবি: সংগৃহীত

এ বিষয়ে নগরের বাসন থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী বলেন, ‘আমরা রাতে টহলের দায়িত্বে ছিলাম। থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের কাউকে পাইনি। তবে জানতে পেরেছি, একজন আহত আছেন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’