ঢাকা থেকে হাতিয়া, কলাপাড়া, রাঙ্গাবালীসহ পাঁচ রুটে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

সদরঘাট লঞ্চ টার্মিনাল
ফাইল ছবি

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত থাকায় দেশের দক্ষিণাঞ্চলের পাঁচটি রুটে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ আছে। আজ রোববার বেলা ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এই সিদ্ধান্ত নেয়। নৌরুটগুলো হলো হাতিয়া, চরমন্তাজ, কলাপাড়া, বেতুয়া ও রাঙ্গাবালী।

অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার ঢাকা নদীবন্দরের আহ্বায়ক ও এমভি ইয়াদ লঞ্চের পরিচালক মামুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে পাঁচটি রুটে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ আছে। খেপুপাড়া রুটে আমার লঞ্চের ট্রিপ ছিল। সেটি বাতিল হয়েছে। পরবর্তী ঘোষণা না পাওয়া পর্যন্ত এই পাঁচটি রুটে নৌযান চলাচল বন্ধ থাকবে।’

হাতিয়াগামী যাত্রী আক্তার হোসেন বলেন, ‘বেলা দুইটার দিকে টার্মিনালে এসেছি। এসে লঞ্চের লোকজনের কাছ থেকে জানতে পারি আবহাওয়া খারাপ থাকার কারণে হাতিয়া রুটে লঞ্চ যাবে না। তিনটা পর্যন্ত অপেক্ষা করেও লঞ্চে উঠতে পারিনি। তাই ভাবছি সড়কপথে বাড়ি যাব।’

কলাপাড়াগামী মনিরা বেগম বলেন, ‘শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দশ্যে ছেলে ও মেয়েকে নিয়ে টার্মিনালে এসেছি। এমভি ইয়াদ লঞ্চে ওঠার সময় কর্মচারীরা জানান, ৩ নম্বর সংকেত থাকার কারণে আজ লঞ্চ ছাড়বে না। তাই বরিশাল রুটের লঞ্চে বাড়ি যাব।’

উপকূলীয় পাঁচ রুটে যাত্রীবাহী নৌযান বন্ধ থাকলেও দক্ষিণাঞ্চলের অন্যান্য রুটে নৌযান চলাচল স্বাভাবিক আছে বলে জানান বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক কবির হোসেন। তিনি বলেন, আবহাওয়া পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।