খাগড়াছড়িতে কিশোরকে অপহরণের পর হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

গ্রেপ্তার মংসানু মারমা ও বাবু মারমাছবি: পুলিশের সৌজন্যে

খাগড়াছড়ির মানিকছড়িতে মো. সোহেল নামের এক কিশোরকে অপহরণের পর হত্যার অভিযোগে করা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাঁরা হলেন মংসানু মারমা ও বাবু মারমা। গতকাল শনিবার বিকেলে উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে একই ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

মানিকছড়ি থানা-পুলিশ জানায়, ৪ জুলাই রাতে মানিকছড়ি উপজেলার ছদুরখীল এলাকায় বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয় স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র মো. সোহেল। এরপর অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে জানায়, সোহেলকে অপহরণ করা হয়েছে। তার মুক্তির জন্য পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মানিকছড়ি থানায় মামলা করেন সোহেলের নানা আবদুর রহিম।

মামলার পর একই উপজেলার কসম কারবারিপাড়া সম্বু কুমার ত্রিপুরা, গোরখানা এলাকার মো. মাঈন উদ্দিন ও মো. ইয়াছিন মিয়াকে আটক করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যে ১৬ জুলাই সোহেলের মরদেহ উদ্ধার করা হয়। এরপর এ ঘটনায় ১৭ জুলাই মো. শফিউল্লাহ ও আদী কুমার ত্রিপুরা নামের আরও দুজনকে আটক করে যৌথ বাহিনী।

জানতে চাইলে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, নতুন করে গ্রেপ্তার দুজনের মধ্যে মংসানু মারমা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ঘটনার মূল পরিকল্পনাকারী। গ্রেপ্তার দুজনকে আজ রোববার আদালতে সোপর্দ করা হবে। এ পর্যন্ত মামলাটিতে সাতজন গ্রেপ্তার হয়েছেন।