গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক আহত, নিরাপত্তার দাবিতে মহাসড়ক অবরোধ

নিরাপত্তার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা তিনটায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক দোকানপাড়া এলাকায়ছবি: প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইকারীর ছুটিকাঘাতে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৌচাক লোহাকৈর রোডের মাথায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আজ মঙ্গলবার দুপুরে মৌচাক দোকানপাড় এলাকায় কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

নিরাপত্তার দাবিতে বেলা তিনটা থেকে শ্রমিকদের এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এ সময়ে মৌচাক, নিশ্চিন্তপুর ও দোকানপাড়া এলাকার অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বিকেল সাড়ে চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।

আমাগর নিরাপত্তা নাই। পুলিশরে কইলেও পুলিশ আহে না। হের লাইগা রাস্তায় নামছি। আমাগো নিরাপত্তা দিতে অইব। নিরাপত্তা না দিলে রাস্তাও আমরা ছারুম না।
আফজাল হোসেন, শ্রমিক

বিক্ষোভকারী শ্রমিকেরা বলছেন, উপজেলার মৌচাক এলাকার লিবাস টেক্সটাইল কারখানা-২০–এর শ্রমিক জহির উদ্দিন (৩৫) গতকাল রাত সাড়ে ১০টার দিকে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। পথে মৌচাক লোহাকৈর রোডের মাথায় ছিনতাইকারীদের কবলে পড়েন। পরে তাঁকে ছুরিকাঘাত করে টাকাপয়সা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই শ্রমিক দৌড়ে কারখানার ফটকে গিয়ে সহায়তার আকুতি জানালেও কারখানার নিরাপত্তাকর্মীরা কোনো সহযোগিতা করেনি। পরে স্থানীয় অটোরিকশাচালকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে লিবাস টেক্সটাইলের দুটি কারখানার শ্রমিকদের মধ্যে এ ঘটনা জানাজানি হয়। একপর্যায়ে তাঁরা বেলা তিনটার দিকে কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দোকানপাড়া এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। একই সঙ্গে কিছু শ্রমিক আশপাশের সব কারখানার ফটকে গিয়ে তাঁদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানালে তাঁরাও কাজ বন্ধ করে কারখানা থেকে বের হয়ে যান। কর্তৃপক্ষও ছুটি ঘোষণা করে দেয়। মহাসড়কে অবরোধ করার কারণে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে যাতায়াতকারীদের ব্যাপক দুর্ভোগে পড়তে হয়।

নিরাপত্তার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা তিনটায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক দোকানপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

লিবাস কারখানার অপারেটর দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা কাজ থেকে যখন রাতে বাড়ি ফিরি, তখন দলবদ্ধ হয়ে ফেরার চেষ্টা করি। কোনো কারণে কেউ যদি একা হয়ে যান, তখনই তাঁরা ছিনতাইকারীদের কবলে পড়ছেন। বিষয়টি থানা–পুলিশকে অবহিত করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আমাদের বেতনের টাকা যদি লুটই হয়ে যায়, তবে কাজ করে কী লাভ?’

জাহানারা বেগম নামের এক শ্রমিক বলেন, কয়েক মাস ধরে ছিনতাইকারীদের অত্যাচার বেশি হচ্ছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো শ্রমিক ছিনতাইকারীদের কবলে পড়ছেন। আফজাল হোসেন নামের অপর শ্রমিক বলেন, ‘আমাগর নিরাপত্তা নাই। পুলিশরে কইলেও পুলিশ আহে না। হের লাইগা রাস্তায় নামছি। আমাগো নিরাপত্তা দিতে অইব। নিরাপত্তা না দিলে রাস্তাও আমরা ছারুম না।’

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সামাধান করার চেষ্টা করা হচ্ছে।