নোয়াখালীতে গাছে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে নিহত ৩

দুর্ঘটনার পর মোটরসাইকেলটি। আজ সকালে নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঘুরতে বের হয়ে মোটরসাইকেল থেকে পড়ে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের হাসান হুজুরের মাদ্রাসা সংলগ্ন বড়পোল-পৌরানবিবি (হোরম্বি) সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন বেগমগঞ্জের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আবদুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন ওরফে শুভ (২২) ও মোহাম্মদ হৃদয় (১৮)। নিহত অপরজন হলো তাঁদের চাচাতো ভাই মো. জাহিদ হোসেন (১৭)। জাহিদ একই বাড়ির মো. কামাল হোসেনের ছেলে।

কাদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন প্রথম আলোকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে তিন ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। তাঁরা ঘাটলা আবদুর রব উচ্চবিদ্যালয়ের সামনে থেকে হোরম্বি বাজারের উদ্দেশে রওনা দেন। ঘাটলা হাসান হুজুরের মাদ্রাসাসংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন খালে পড়ে যান। এতে তিনজনই মারাত্মকভাবে আহত হন। এরপর স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে প্রথমে চৌমুহনীর লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক আরাফাত ও হৃদয়কে মৃত ঘোষণা করেন। আহত জাহিদকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। পরে কথা হয় বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানের সঙ্গে। তিনি দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।