দোকানের পাশে বসে গল্প করছিলেন তিনজন, পিকআপের ধাক্কায় একজন নিহত
সড়কের পাশে একটি দোকানের বেঞ্চে বসে গল্প করছিলেন দুই নারীসহ তিনজন। এ সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান এসে চাপা দেয় তাঁদের। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন।
বুধবার বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা-পাঁচগাঁও সড়কের কালিহালা পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম অরবুলা আক্তার (৬৮)। তিনি কালিহালা গ্রামের বাসিন্দা আজিজুল ইসলামের স্ত্রী। আর আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের সালাম মিয়া ও নুরেজা বেগম।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ওই তিন ব্যক্তি প্রচণ্ড গরমের কারণে দোকানের পাশে বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় স্থানীয় বিশরপাশা বাজারগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ওপর উঠে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অরবুলা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী পিকআপ ভ্যানটি আটক করেন। তবে এটির চালক দৌড়ে পালিয়ে যান। পরে লোকজন সড়কে যানবাহন আটকে বিক্ষোভ করতে থাকলে পুলিশ এসে তাঁদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।