স্বাধীনতা দিবসে ৮ মহানগরে যত আয়োজন
বাঙালি জাতির জীবনে হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের অনন্য দিন আজ মঙ্গলবার। ৫৪তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্তে দিবসটি পালিত হবে যথাযোগ্য মর্যাদায়।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, সিলেট ও ময়মনসিংহ—এই ৮ মহানগরে দিবসটি পালন উপলক্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা পুলিশ লাইনস থেকে ৩১ বার তোপধ্বনি এবং সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জেলা প্রশাসক কার্যালয়-সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি।
ঢাকা:
সমরাস্ত্র প্রদর্শনী: রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেনা, নৌ ও বিমানবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী, দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
তথ্যচিত্র প্রদর্শনী: ছায়ানটের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ কর্নেল জামিল উদ্দীন আহমেদের ওপর সেন্টু রায় নির্মিত তথ্যচিত্র ‘কল অব ডিউটি’ এবং সম্মেলক গান, সকাল ১০টায়, ছায়ানট মিলনায়তনে।
পদযাত্রা: কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত অভিযাত্রী ও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিচালিত ‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা’, সকাল ছয়টায়।
বিডিসাইক্লিস্টস: স্বাধীনতা দিবস রাইড, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে মিরপুর রোড-ঢাকা বিশ্ববিদ্যালয়-ফার্মগেট ঘুরে আবার মানিক মিয়া অ্যাভিনিউ এসে শেষ হবে। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রাইড শুরু সকাল সাড়ে সাতটায়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি: কবিকণ্ঠে কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান, সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে।
সাংস্কৃতিক অনুষ্ঠান: শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় নাট্যশালা মিলনায়তনে, বেলা ১১টায়।
চট্টগ্রাম:
জেলা প্রশাসন: আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, এম এ আজিজ স্টেডিয়ামে, সকাল আটটায়।
সার্কিট হাউস: আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল, বিকেল চারটায়।
সিটি করপোরেশন: সকালে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মিউনিসিপ্যাল মডেল স্কুল মাঠ। টাইগারপাস এলাকায় করপোরেশনের প্রধান কার্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন।
জেলা শিল্পকলা একাডেমি: সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, সকাল ১০টায়। থিয়েটার ইনস্টিটিউট: স্বাধীনতা স্মারক পদক প্রদান ও আলোচনা সভা, নন্দনকাননে, বেলা তিনটায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম অঞ্চলের ৫০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ১০টায়।
সিলেট:
সম্মিলিত নাট্য পরিষদ: কবিতা, গান, নৃত্য ও পথনাটকে মহান স্বাধীনতা দিবস পালন, বেলা তিনটায়, নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে।
জেলা শিল্পকলা একাডেমি: সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা তিনটায়, নগরের পূর্ব শাহি ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, সকাল সোয়া ১০টায়, প্রশাসন ভবন-২-এর সামনে।
লিডিং ইউনিভার্সিটি: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা সাড়ে ১১টায়, ক্যাম্পাসের রাগীব আলী ভবনের গ্যালারি-১-এ।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি: আলোচনা সভা, বেলা সোয়া ১১টায়, বিশ্ববিদ্যালয়ের এম হাবিবুর রহমান হলে।
ময়মনসিংহ:
ক্রীড়া প্রতিযোগিতা: বেলা ১১টা থেকে মহিলা ক্রীড়া সংস্থার মাঠে (লেডিস ক্লাব মাঠ) নারীদের অংশ গ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।
ফুটবল ম্যাচ: বেলা তিনটায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ জেলা প্রশাসন একাদশ ও ময়মনসিংহ সিটি করপোরেশন একাদশের প্রীতি ফুটবল ম্যাচ।
প্রদর্শনী: শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।
বিনা টিকিটে প্রবেশ: শিশুপার্ক, বোটানিক্যাল গার্ডেন, জাদুঘর, শশীলজ ও শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বিনা টিকিটে ঘুরে দেখা যাবে।
রাজশাহী:
পুষ্পস্তবক অর্পণ: সকাল ৬টা ৩ মিনিটে, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৬টা ১৮ মিনিটে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ।
শিল্পকলা একাডেমি: সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর:
কুচকাওয়াজ: সকালে শেখ রাসেল স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীর আয়োজন।
সংবর্ধনা: সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে থাকছে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনার আয়োজন।
বরিশাল:
জাহাজ প্রদর্শন: কীর্তনখোলা নদীর বিআইডব্লিউটিএ ঘাটে নৌবাহিনীর জাহাজ প্রদর্শন করা হবে।
গণসংগীত: বরিশালে সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট সমন্বয় পরিষদ সকালে নগরের সদর রোডে অশ্বিনীকুমার হলে আলোচনা সভা ও গণসংগীতের আয়োজন করেছে।
খুলনা:
প্রদর্শনী: সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে মুক্তিযুদ্ধভিত্তিক দুর্লভ ছবি ও পুস্তক প্রদর্শন।
তথ্যচিত্র প্রদর্শন: বেলা ১১টায় সিনেমা হলগুলো ও দৌলতপুর শহীদ মিনারসহ উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, তথ্যচিত্র প্রদর্শন করা হবে।