জগন্নাথপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ, হামলার শিকার প্রার্থী

তালুকদার মকবুলছবি: সংগৃহীত

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল প্রতীক) মনোনীত প্রার্থী তালুকদার মকবুল হোসেন। আজ শুক্রবার জুমার নামাজ শেষে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর জামে মসজিদ থেকে বের হলে তিনি হামলার শিকার হন। তিনি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, মইজপুর গ্রামের বাসিন্দা তালুকদার মকবুল হোসেনের কাছে পাওনা টাকা চান একই গ্রামের মাসুক আলী। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তালুকদার মকবুল হোসেনের পাঞ্জাবি ছিঁড়ে যায়।

মাসুক আলী পাটলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে তালুকদার মকবুল বলেন, ‘মইজপুর গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির নেতা মাসুক আলীর নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। আমি কেন নির্বাচনে অংশগ্রহণ করছি এবং বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না বলে আমার ওপর হামলা চালানো হয়। মাসুক আলী আমার কাছে কোনো টাকা পান না। বিষয়টি পুলিশকে জানিয়েছি।’

মাসুক আলী অভিযোগ করে বলেন, ‘আমার ভাই তাজুল ইসলামকে বিদেশ পাঠানোর কথা বলে তালুকদার মকবুল হোসেন আমার কাছ থেকে নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা নেন। কথামতো বিদেশ পাঠাতে না পারায় আমি টাকা চাইতে গেলে কথা-কাটাকাটি হয়। কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি।’

ঘটনাস্থল পরিদর্শন করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা নির্বাচন নিয়ে কোনো বিরোধ নয়। প্রার্থীর লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।