পশুর নদে ডুবল কয়লাবোঝাই লাইটার জাহাজ

পশুর নদে ডুবে যাওয়া কয়লাবোঝাই লাইটার জাহাজ
ছবি: প্রথম আলো

মোংলা সমুদ্রবন্দরের কাছে পশুর নদে এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ নামের কয়লাবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। আজ শুক্রবার দুপুরে বাগেরহাটের মোংলা উপজেলার কানাইনগর–সংলগ্ন এলাকায় ডুবো চরে আটকে তলা ফেটে জাহাজটি ডুবে যায়। তবে এ সময় জাহাজে থাকা ১১ নাবিক-কর্মচারীর সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহসভাপতি মো. মাইনুল ইসলাম মিন্টু বলেন, মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে লাইটার জাহাজটি ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে ছেড়ে আসে। দুপুরে পশুর নদের কানাইনগর এলাকায় এলে লাইটার জাহাজটি ডুবো চরে আটকে তলা ফেটে যায়। তখন মাস্টার দ্রুত জাহাজটি চরকানার চরে ভেড়ানোর চেষ্টা করেন। তবে তার আগেই এটি ডুবে যায়।

পশুর নদে ডুবে যাওয়া এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ লাইটার জাহাজ। এটি কয়লাবোঝাই ছিল
ছবি: প্রথম আলো

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া লাইটার জাহাজটি বন্দরের পশুর চ্যানেলের বাইরে হওয়ায় জাহাজ চলাচলে সমস্যা হবে না। বন্দর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ আছে।

এর আগে গত ১৫ অক্টোবর মোংলায় পশুর নদে ৮০০ টন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) নিয়ে এমভি আনমনা-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গিয়েছিল।