ধুনটে সাহ্‌রির খাবার রান্নার সময় গ্যাসের আগুনে দগ্ধ গৃহবধূ

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল
ফাইল ছবি

বগুড়ার ধুনট উপজেলায় সাহ্‌রির জন্য খাবার রান্না করতে গিয়ে অসাবধানতাবশত গ্যাসের চুলা থেকে আগুন লেগে শারমিন আকতার (৩৫) নামের এক গৃহবধূ দগ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাত তিনটার দিকে ধুনট পৌর এলাকার অফিসারপাড়ায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শারমিন আকতার উপজেলার মাটিকোড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী। চিকিৎসকের বরাত দিয়ে কামাল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রীর শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শারমিন আকতার সাহ্‌রির জন্য গ্যাসের চুলায় খাবার রান্না করছিলেন। এ সময় চুলা থেকে তাঁর শরীরে আগুন ধরে যায়। স্বজন ও প্রতিবেশীরা মিলে আগুন নেভান।

এরপর ওই গৃহবধূকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নিয়ে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার হামিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন আগুন নেভান। ত্রুটিপূর্ণ গ্যাসের চুলার কারণে এ আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে ওই বাসার অন্য কোনো ক্ষতি হয়নি।