রাজশাহীতে আগের রাতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

রাজশাহী নগরের বোয়ালিয়া থানা ঘেরাওয়ের পর বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মঙ্গলবার রাতে
ছবি: প্রথম আলো

ছাত্র-জনতার থানা ঘেরাওয়ের পর রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদকে বদলি করা হয়েছে। তাঁকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

আজ বুধবার আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ আদেশে স্বাক্ষর করেছেন। একই আদেশে নগর বিশেষ শাখার (সিটি এসবি) পরিদর্শক মোস্তাক আহমেদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা বোয়ালিয়া থানা ঘেরাও করেন। তাঁদের অভিযোগ, তাঁরা ছাত্র-জনতার মিছিলের ওপর হামলাকারী এক ব্যক্তিকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন; কিন্তু বোয়ালিয়া থানা-পুলিশ তাঁকে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখায়নি। ওই আসামিকে রাজশাহী মহানগর পুলিশ অধ্যাদেশে আদালতে চালান দেওয়া হয়েছিল। ওই আসামি সেদিনই জামিন পেয়ে চলে আসেন।

বিক্ষুব্ধ লোকজন এই ঘটনার জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেন। পাশাপাশি ওই আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। রাতে পুলিশ অবশ্য তাঁকে আবার গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিল। এর পরদিনই বোয়ালিয়া থানার ওসিকে বদলি করে ডিবিতে পদায়ন করা হলো।

রাতের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই বদলি কি না, জানতে চাইলে আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘আসলে বিষয়টা ঠিক ওই রকম না। প্রশাসনিক কারণে বদলিটা হয়েছে। যে কর্মকর্তা যেখানে ভালো কাজ করবেন, তাঁকে সেখানেই দেওয়া হয়। আর ওই আসামিকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ।’