টানা সপ্তমবার নির্বাচিত হলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী
মাদারীপুর-১ (শিবচর) আসনে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। মোট ১০২টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।
নূর-ই-আলম চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মোতাহার হোসেন সিদ্দিকী পেয়েছেন ১ হাজার ৮২৬ ভোট। এ ছাড়া বাংলাদেশ তরীকত ফেডারেশনের ফুলের মালা প্রতীকের মো. তোফাজ্জেল হোসেন খান পেয়েছেন ১ হাজার ৩৪ ভোট। আজ রাত সাড়ে নয়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান এ ফলাফল ঘোষণা করেন।
১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলায় ভোটকেন্দ্র আছে ১০২টি। আজ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকেল চারটায়। শিবচর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১ হাজার ৯৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৩৭৯ জন, ১ লাখ ৪৩ হাজার ৭১৩ জন নারী ভোটার এবং হিজড়া ভোটার ৩ জন।