মনজুর আলমের এক-এগারোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নৌকার প্রার্থী মহিউদ্দিন

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম ১০ আসনের প্রার্থী মো. মহিউদ্দিন। আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবেপ্রথম আলো

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনজুর আলমের এক–এগারোর সময়ে ভূমিকা নিয়ে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী- খুলশী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন (বাচ্চু)। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মহিউদ্দিন বাচ্চু তাঁর প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম সম্পর্কে এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে মহিউদ্দিন বলেন, ‘তিনি (মনজুর আলম) সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তা নিয়ে জনমনে ক্ষোভ আছে। আমাদের নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীও ১৭ বছর মেয়র ছিলেন। তিনি মানুষের হৃদয়ে আজও অমলিন হয়ে আছেন। আর এক–এগারোর সময় মনজুর আলমের ভূমিকা নিয়ে বলতে চাইনি। আপনারা প্রশ্ন করেছেন বলে বলতে হলো। তাঁর সেই ভূমিকা চট্টগ্রামের সব শ্রেণি–পেশার মানুষের হৃদয়ে বেদনার দাগ ফেলে গেছে।’

সংবাদ সম্মেলনে মহিউদ্দিন বলেন, ‘সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কিছু না কিছু যোগ্যতা আছে বলে আমি মনে করি। আমি এককভাবে কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছি না।’

উপনির্বাচনের চেয়ে এবার ভোটার উপস্থিতি বেশি হবে উল্লেখ করে মহিউদ্দিন বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে সমীক্ষায় দেখা গেছে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোতে ভোটার উপস্থিতি খুব বেশি হয় না। আমার উপনির্বাচন ছিল একাদশ জাতীয় সংসদের একেবারে শেষ পর্যায়ে, তাই ভোটার কম ছিল। দ্বাদশ সংসদ নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের ভোট, তাই এবার ভোটাররা সবাই ভোটকেন্দ্রে হাজির হবেন।’

আরেক প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদের করা ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ বিষয়ে মহিউদ্দিন বলেন, ‘তিনি যে অভিযোগ করেছেন, সে সম্পর্কে আমার জানা নেই। আমাদের আসন এমন একটি নির্বাচনী এলাকায়, যেখানে এখন পর্যন্ত কোনো প্রার্থীর সমর্থকদের মধ্যেও কোনো বাগ্‌বিতণ্ডা হয়নি। এখনো কোনো অভিযোগ আমরা সংশ্লিষ্ট নির্বাচনী কর্তৃপক্ষের কাছ থেকেও পাইনি।’

মহিউদ্দিন বলেন, ‘কয়েক মাস আগে নির্বাচিত হওয়ার পর এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে আমি সমাধানের উপায়সহ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উপস্থাপন করেছি। নিজ এলাকার সমস্যা সমাধানে সচেষ্ট থেকেছি। আমার সংসদীয় আসনের মানুষের কাছে আমার অনেক দায়বদ্ধতা আছে।’

৭ জানুয়ারি কেন্দ্রে এসে নির্ভয়ে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মহিউদ্দিন বলেন, ‘চট্টগ্রামের মানুষের কল্যাণে আত্মনিয়োগে আমি সংকল্পবদ্ধ। বিগত দিনগুলোর মতো জনস্বার্থে সব সময় একজন সেবকের ভূমিকায় সক্রিয় থাকব।’

সভায় নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বক্তব্য দেন।

অভিযোগ সম্পর্কে মনজুর আলম বলেন, ‘ভিত্তিহীন অভিযোগ করছেন তিনি। আমি মেয়র থাকাকালে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নতুন খাল খননসহ একাধিক প্রকল্প এনেছি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছি।’