গ্যাস-বিদ্যুৎ বিল নিয়ে তর্কাতর্কি, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
গ্যাস ও বিদ্যুৎ বিল কে পরিশোধ করবেন—এ নিয়ে তর্কাতর্কিতে জড়িয়েছিলেন দুই ভাই। পরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের। নিহত ব্যক্তির নাম মোরশেদ আলম (৪২)। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল বড় কবরস্থান হামিদ হাজি মিস্ত্রির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, বড় ভাই মোহাম্মদ জসিম উদ্দিনের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফতাব উদ্দিন। তিনি বলেন, ছোট এক খণ্ড জায়গায় তিন থেকে চারটি বেড়ার ঘর তৈরি করে থাকে ওই পরিবার। আজ সকালে বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়। পরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে মোরশেদ আলমের। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভির আহমেদ ঘটনার বিষয়ে বলেন, ছুরিকাঘাত করার পর বড় ভাই জসিম উদ্দিন পালিয়ে গেছেন। তাঁকে ধরার জন্য অভিযান চলছে। তাঁরা ঘটনাস্থলে দুই ছেলের মায়ের সঙ্গে কথা বলেছেন। পরিবারের পক্ষ থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। নিহত মোরশেদ আলমের পরিবারে এক ছেলে ও স্ত্রী আছেন।