তদন্তে আধুনিক কলাকৌশল প্রয়োগের নির্দেশ পিবিআই প্রধানের

পিবিআই প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার শনিবার সন্ধ্যায় পিবিআই নাটোর কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় করেন
ছবি: প্রথম আলো

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার মামলা তদন্তে আধুনিক কলাকৌশল প্রয়োগের নির্দেশ দিয়েছেন। শনিবার সন্ধ্যায় পিবিআই নাটোর কার্যালয় পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

বনজ কুমার মজুমদার বলেন, পুরোনো ধ্যানধারণা থেকে বের হয়ে তদন্ত কর্মকর্তাদের মামলা তদন্তে আধুনিক কলাকৌশল প্রয়োগ করতে হবে। চাঞ্চল্যকর চুরি, ডাকাতি, অপহরণ ও খুনের মামলা তদন্তে কী ধরনের আধুনিক কলাকৌশল প্রয়োগ করতে হবে, এ ব্যাপারেও তিনি বিশেষ কিছু দিকনির্দেশনা দেন। একই সঙ্গে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করার ব্যাপারেও তিনি গুরুত্বারোপ করেন।

মতবিনিময়ের সময় পিবিআইয়ের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক সুজায়েত ইসলাম, পিবিআই নাটোর কার্যালয়ের পুলিশ সুপার শরিফ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে পিবিআই প্রধান নাটোর কার্যালয়ের ছায়া তদন্ত রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র দেখেন এবং এগুলো রক্ষণাবেক্ষণসংক্রান্ত দিকনির্দেশনা দেন। এ সময় নাটোর কার্যালয়ের পুলিশ সুপার শরিফ উদ্দীন জানান, নাটোরে পিবিআইয়ের কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত আদালত থেকে ৮০৪টি নালিশি মামলা এবং ১৫৯টি জিআর মামলা তদন্তের জন্য এসেছে। এর মধ্যে ৭২৬টি নালিশি মামলা ও ১০২টি জিআর মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। এ হিসাবে তদন্ত নিষ্পত্তির হার ৮৬ শতাংশ।

শরিফ উদ্দীন বলেন, নাটোরে পিবিআই কার্যালয় প্রতিষ্ঠার পর প্রথম দিকে খুব কমসংখ্যক মামলা তদন্তের জন্য এসেছে। গত বছর আদালত থেকে মামলা পাঠানোর সংখ্যা অনেক বেড়েছে। তাঁদের প্রতি বিচারপ্রার্থীদের আস্থা বেড়েছে। আরও নির্ভুল ও দ্রুত তদন্ত শেষ করার চেষ্টা করছেন তাঁরা।