মির্জাগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে উপজেলা মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মো. আশ্রাফ আলী হাওলাদারের ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। আজ ভোরে স্থানীয় মসজিদের মোয়াজ্জিন সালাম ফরাজী আজান দিতে যাওয়ার সময় নির্বাচনী ক্যাম্পটি আগুনে পুড়তে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয় লোকজন দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ক্যাম্পের টেবিল, চেয়ার ও ফ্যান পুড়ে যায়।
আনারস প্রতীকের প্রার্থী মো. আশ্রাফ আলী হাওলাদার বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকেরা বা ভোট বর্জনকারীরা (বিএনপির আরেকটি অংশ) নির্বাচনী প্রচার কার্যালয়ে আগুন দিতে পারে। আতঙ্ক ছড়িয়ে এভাবে আমার ভোট নষ্ট করা যাবে না।’
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগ শুনেছেন। তদন্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে।
তৃতীয় ধাপে ২৯ মে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মোট তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক খান মো. আবু বকর সিদ্দিকী (কাপ-পিরিচ প্রতীক), বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম জুয়েল এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি (বহিষ্কৃত) মো. আশ্রাফ আলী হাওলাদার (আনারস প্রতীক)। ভাইস চেয়ারম্যান পদে সাতজন (পুরুষ) প্রার্থী ও সংরক্ষিত মহিলা পদে তিনজন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।